সর্বশেষ নোটিশ
আমাদের কথা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সদরে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলটি অবস্থিত। এ বিদ্যালয়টি ১৯৪৭ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। বর্তমানে প্রায় ১২০০ শিক্ষার্থী বিভিন্ন বিভাগ ও ট্রেডে অধ্যয়নরত আছে। এখানে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ এবং ভোকেশনাল শাখায় ৫টি ট্রেড চালু রয়েছে। ২০১৮ খ্রিস্টাব্দ এ বিদ্যালয়টি সরকারি করণ করা হয়।
সংক্ষিপ্ত ইতিহাস
১৯২৬ খ্রিস্টাব্দে এলাকার কিছু শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় এই বিদ্যালয় স্থাপনের জন্য জমি ক্রয় করা হয় এবং বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। এদের মধ্যে "জনাব আবদুর রশিদ খা" এর উল্লেখযোগ্য অবদান ছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয় বিধায় এর স্থাপিত ১৯৪৭ খ্রিস্টাব্দ বলা হয়। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময় বিভিন্ন নামে এ বিদ্যালয়ের নামকরণ করা হয়, সর্বশেষ ২০১০ খ্রিস্টাব্দে মডেল প্রজেক্টে অন্তর্ভুক্ত হওয়ায় রায়েন্দা মডেল পাইলট হাই স্কুল নামে পরিচালিত হয় এরপর ২০১৮ খ্রিস্টাব্দে সরকারি করণের কারণে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল নামে বর্তমানে পরিচালিত হচ্ছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
এ বিদ্যালয়টি বাংলাদেশের সর্ব দক্ষিণে উপকূলবর্তী শরণখোলা উপজেলা সদরে অবস্থিত বিধায় এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা এর প্রধান উদেশ্য। এছাড়া সরকারের বিধিবিধান মানা এবং তা বাস্তবায়ন করা।